সাভারের আশুলিয়ার ঢাকা নতুন ডিইপি জেড এর রিংসাইন টেক্সটাইলস লিঃ এর ইন্টারলোক নিটিং সেকশনের সুপার ভাইজার মোঃ সুমন খান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল ৩০ শে সেপ্টেম্বর বিকাল ৫ টার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় মারা যান। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সুমন খান, মোঃ শাজাহান খানের ছেলে গ্রামের বাড়ি বরিশাল, ভাষানচর, মেহিদীগঞ্জ।
সুমন একজন দায়িত্ব বান সুপার ভাইজার ছিলেন, সে অনেক নম্র ভদ্র ছেলে ছিলেন, সব সময় কম্পানির ভালো কাজ কারার জন্য চেষ্টা করতেন।
165
Shares
শেয়ার করুন
শেয়ার করুন