তিন দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

তিন দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে পাবনা স্টেডিয়াম হেলিপ্যাডে এসে উপস্থিত হন তিনি। এ সময় ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল রহিম লাল ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন।

এর আগে ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে বিকেল ৩টা ২০ মিনিটে রওয়ানা হন তিনি। রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরাসহ প্রায় ৩০ জন এবারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মামুনুল হক স্বাক্ষরিত সফর সূচি থেকে জানা যায়, তিন দিনের সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে তিনি পাবনা মেডিকেল কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। দুপুরে সাঁথিয়া উপজেলায় একটি জনসভায় ভাষণ দেবেন ও সেখানে নৌকাবাইচ প্রতিযোগিতা অবলোকন করবেন।

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে চলতি বছরের ২৪ এপ্রিল শপথ নেয়ার পর নিজ জেলা পাবনায় এটি তার দ্বিতীয় সফর শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাবনা স্টেডিয়াম হেলিপ্যাড থেকে ঢাকায় ফেরার উদ্দেশ্য রওয়ানা হবেন তিনি।

ইউএনও-ওসিদের রদবদল প্রক্রিয়া তামাশা: রিজভী

ইউএনও ও ওসিদের বদলির জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'এটা আওয়ামী মনা...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x