টাঙ্গাইলের দেলদুয়ারে অটোরিক্সা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার এলাসিন ইউনিয়নের নয়া-চর বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃত দুই চোর মির্জাপুর উপজেলার পাকুল্যা চরপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে শুভ মিয়া (২৩) একই গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে রিহাত হোসেন (২৪)। সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে শুভ জানায়, নাটিয়াপাড়া রাসেল নামের এক ভাঙ্গারি ব্যবসায়ি অটোরিক্সা চুরি করতে তাদের উদ্বোদ্ধ করে থাকে। এবং প্রয়োজনীয় অর্থের জোগান তিনি দিয়ে থাকেন। বিনিময়ে তার কাছে চুরি করা মালামাল নাম মাত্র মূল্যে সরবরাহ করতে হয়।
জানা যায়, রোববার দুপুরে মির্জাপুর উপজেলার ভূসন্ডি নাটমন্দিরের সামনে অটো রিক্সা রেখে মালিক রতন কুমার মন্ডল বাড়িতে গেলে চোর চক্রের ২ সদস্য সু কৌশলে অটোরিক্সাটি চুরি করে নিয়ে যায়। ওই দিন বিকালে দেলদুয়ার উপজেলার নয়া-চর বাজারে তাদের গতিবিধি সন্দেহ হলে জনতা অটো রিক্সা সহ তাদের হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন মৃধা জানান, নিয়মিত মামলা দিয়ে দুই অটো চুরকে আদালতে প্রেরণ করা হয়েছে।