প্রতারনা ও অর্থ আত্মসাতের অভিযোগের দায়ে রৌমারীতে এক সমাজসেবাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার ২৫ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব সৈয়দ মো. নুরুল বাসির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায় সমাজসেবাকর্মী তানজিনা ইয়াসমিন (তানিয়া) রৌমারী উপজেলা সমাজসেবা কার্যালয়ে এমএলএসএস হিসাবে যোগদানের পর থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার নাম দেওয়ার কথা বলে দালাল বাবুল আক্তার নামের এক ব্যাক্তির কাছ থেকে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা প্রতারনা মুলক হাতিয়ে নেয়। নাম দিতে ও টাকা ফেরত দিতে না পারায় বাবুল আক্তার নামের ঐ ব্যক্তি বিভাগীয় সমাজসেবা রংপুর বরাবরে অভিযোগ করেন। সাময়ীক বরখাস্ত কর্মচারী তানিয়া বর্তমানে পদন্নতী পেয়ে রাজিবপুর ইউনিয়ন সমাজসেবাকর্মী হিসেবে দায়িত্বরত রয়েছেন।
অভিযোগের প্রেক্ষিতে ২২ মে ২৩ খ্রি: তিন সদস্যের একটি তদন্ত কমিটি রৌমারী সমাজসেবা কার্যালয়ে তদন্ত করেন। তদন্ত প্রতিবেদন পরিচালক (উপসচিব) বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুর বরাবর দাখিল করা হয়। প্রতিবেদনে উল্লেখ রয়েছে মোছা: তানজিনা ইয়াসমিন (তানিয়া) প্রতারনার মাধ্যমে অর্থ সংগ্রহ উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম এর স্বাক্ষর জাল করে ভুয়া বহি ইস্যু করার অভিযোগ প্রমাণিত হয়। এরই প্রেক্ষিতে মোছা: তানজিনা ইয়াসমিন (তানিয়া)কে সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য যে, তানজিনা ইয়াসমিন (তানিয়া) বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতা ও হরিজন নাম দেয়ার কথা বলে বাবুল আক্তারসহ এলকাকার মানুষের কাছ থেকে চাকুরি দেয়ার নামে, ধার দেনা ও ধানের কন্ট্রাকসহ বিভিন্ন প্রতিশ্রæতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এ টাকা চাইতে আসলে মজার সুরে কিছু কথা শুনিয়ে দিয়ে বিদায় দেয়। আবার কিছু লোক বিচার শালিস করেও টাকা উত্তোলন করতে পারেনি। পরে বাবুল আক্তার বাদী হয়ে মোছা:তানজিনা ইয়াসমিন (তানিয়া)’র বিরুদ্ধে উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত তানজিনা ইয়াসমিন (তানিয়া)’র সাথে মোবাইল ফোনে ০১৩১৫১৪০৩৯৭ নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলে পাওয়া যায়নি।
এবিষয়ে রৌমারী ও রাজিবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতি:) মিনহাজ উদ্দিন জানান, অসুদপায় অর্থ আদায় ও সমাজসেবা কর্মকর্তার স্বাক্ষর জাল করার ঘটনাটি প্রমাণিত হওয়ায় তানজিনা ইয়াসমিন (তানিয়া)কে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন উদ্ধর্তন কর্তৃপক্ষ।