রমজানে ছয় ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

গ্যাস সরবরাহে নিম্নচাপের সমস্যা নিরসনে রমজানে ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৩ মার্চ) থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিকাল ৪টা থেকে রাত ১০ টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ চাহিদা দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প চাপ নিরসনের লক্ষ্যে ১৩ এপ্রিল (দ্বিতীয় রমজান) থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধের সময়কাল সন্ধ্যা ৬টা থেকে রাত ১১ টা পর্যন্ত পরিবর্তন করে বিকাল চারটা থেকে রাত ১০ টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহে সুবিধার্থে ৭ থেকে ১৮ এপ্রিল সার্বক্ষণিক খোলা থাকবে।  এর আগে মঙ্গলবার (১২ মার্চ) সময় পরিবর্তন করে বলা হয়েছিল, সিএনজি স্টেশনগুলো বিকাল ৫টা থেকে রাত ১১টার পরিবর্তে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে।

অন্যদিকে ১৯ এপ্রিল থেকে আবার আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

গ্রামের অর্থনীতি পাল্টে গেছে: প্রধানমন্ত্রী

গ্রামের অর্থনীতি পাল্টে গেছে। যারা একবেলা ভাত খেতে পারত না, তারা চারবেলা খায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x