ইমনকে জিজ্ঞাসাবাদ করছে র‍্যাব

পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার পর এবার চিত্রনায়ক মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

খন্দকার আল মঈন বলেন, ‘সাম্প্রতিক মাহিয়া মাহি ও মুরাদ হাসানের একটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চিত্রনায়ক মামনুন হাসান ইমনকে র‍্যাব সদরদপ্তরে ডাকা হয়েছে। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।’

এদিকে গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার দুপুরে চিত্রনায়ক মামনুন হাসান ইমন ডিএমপির ডিবির কার্যালয়ে গিয়েছিলেন। ইমনের দাবি, তাঁর মুঠোফোনে অপরিচিত অনেক নম্বর থেকে কল আসছে। এই তথ্য জানাতেই তিনি ডিবি কার্যালয়ে গিয়েছেন।

 গতকাল রাতে যখন ডিবিতে গিয়েছিলাম, তখন আমাকে বলা হয়েছিল; কোনো ঝামেলা বোধ করলেই যেন তাদেরকে জানানো হয়। আমি সকালে ডিবিতে ফোন দিলাম। তখন আমাকে সামনা-সামনি গিয়ে বিষয়টি ভালো করে জানাতে বলা হল। সেজন্য আবার গিয়েছি। দেশি-বিদেশি নানা নম্বর থেকে আমার মোবাইলে কল আসছে। কিন্তু, আমি সেসব ফোনকল ধরিনি।’

এর আগে সোমবার রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সম্প্রতি ফাঁস হওয়া ফোনালাপের ঘটনাকে কেন্দ্র করে মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করে ডিবি।

জিজ্ঞাসাবাদের ব্যাপারে জানতে চাইলে আজ মঙ্গলবার সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশিদ বলেন, ‘ইমনকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর কাছে ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। পরে রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।

সাভারে গণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উপর হামলা, অভিযোগ রেজিস্ট্রার সহ শিক্ষকের বিরুদ্ধে

মাহবুব আলম মানিকঃ সাভার গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আইন...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x