বেতন বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন ক্রিকেটাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে জানান তারা।সোমবার ক্রিকেটারদের এই ঘোষণার পর বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী জানিয়েছেন, ক্রিকেটারদের দাবি-দাওয়া থাকলে তা বিবেচনা করবেন তারা। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের দাবিগুলো বোর্ডের কাছে আসলে আমরা সিদ্ধান্ত জানাবো।এর আগে দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সামনে ক্রিকেটাররা ধর্মঘটের ডাক দেন। বাংলাদেশের টেস্ট ও টি–টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বলেন, প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফি সেটা এক লাখ টাকা হওয়া উচিত। আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন পঞ্চাশ ভাগ বাড়াতে হবে। খেলোয়াড়দের প্র্যাকটিস ফ্যাসিলিটিজ বাড়াতে হবে।
ক্রিকেটারদের আন্দোলনে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন সাকিব। তবে সংবাদ সম্মেলনে ১১ জন ক্রিকেটার তুলে ধরেন ১১টি দাবি। এসময় তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহসহ দেশের শীর্ষ ক্রিকেটারদের প্রায় সবাই উপস্থিত ছিলেন।