রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ২ পুলিশ সদস্যসহ ১৭ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে জেলার সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকা থেকে পুলিশ সদস্য শফিকুল ইসলামকে আটক করে স্থানীয়রা। পরে গোদার বাজার এলাকা থেকে আরেক পুলিশ সদস্য ওসমানগনিকে আটক করেন রাজবাড়ী নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রফিকুল ইসলাম।পুলিশ সদস্য শফিকুল ইসলামকে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম ও ওসমান গণিকে আটক করে পুলিশ সুপারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মা ইলিশ রক্ষায় পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১৫ জেলেকে ১ লক্ষ মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইশিল মাছসহ আটক করে ৯দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
ডেপুটি কালেক্টর মো. রফিকুল ইসলাম জানান, পদ্মা নদীতে ইলিশ আহরোনের অপরাধে ১৭ জনকে আটক করা হয়। এ সময় তার কাছে পুলিশের পোশাক পাওয়া যায়। দুই পুলিশ সদস্যকে রাজবাড়ীর পুলিশ সুপারের কাছে হস্তান্তর করা হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, আটককৃত দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।