ভোলায় হিন্দু যুবকের ইসলাম অবমাননা এবং প্রতিবাদী তৌহিদী জনতার ওপর পুলিশি হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আশুলিয়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫শে অক্টোবর) দুপুরে জুম্মার নামাজের পর আশুলিয়ার ভাদাইল এলাকার বেশ কয়েকটি মসজিদের মুসল্লীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল সহকারে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের সামনে হাসেম প্লাজায় সমাবেত হয়।আশুলিয়ার সর্বস্তররের তাওহীদি জনতার আয়োজনে এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা জানান, নবীজীকে নিয়ে করা কটূক্তির প্রতিবাদে আয়োজিত সমাবেশে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। এতে কয়েকজন নিহত হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এ সময় বক্তারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। অন্যদিকে অভিযুক্ত হিন্দু যুবককে অনতিবিলম্বে গ্রেফতার করে যথাযথ শাস্তির দাবি জানান তারা।
এ সময় জনসাধারণ সহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন