জাতীয়করণকৃত প্রাথমিক সহকারি শিক্ষক মহাজোটের শেরপুর উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষ্যে গত রবিবার দুপুরে শেরপুরের পাঠানটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম আকন্দ। বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আব্দুল বারী,খন্দকার মাসুদ রানা, রফিকুল ইসলাম প্রমুখ।
শেষে কাফুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুল বারীকে সভাপতি, বরিতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শহিদুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি, শেরুয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খন্দকার মাসুদ রানাকে সাধারণ সম্পাদক, খাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হামিদকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও খানপুর কয়েরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ইদ্রিস আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট শেরপুর উপজেলা জাতীয়করণকৃত প্রাথমিক সহকারি শিক্ষক মহাজোটের কমিটি গঠন করা হয়।
আ.খবর / শাহীন