অনলাইন ডেস্ক
কুকুরদের তুলে এনে আবাসনে আশ্রয় দিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিন্তু আবাসিকদের একটা অংশ তার প্রতিবাদ করেন। অবশেষে তিনি তার বেহালা সোদপুরের ওই আবাসন চত্বরেই ১০টি ছানা এবং তাদের দুই মাকে রেখে দিয়েছেন।
শ্রীলেখা জানিয়েছেন, কিছু দিন আগে তার মেয়ে ঐশী তাকে ওই পথকুকুরদের দূরাবস্থার কথা বলেন। তার আগে তিনটি কুকুরছানা গাড়িচাপা পড়ে মারা যায়। এর পর শ্রীলেখা বাকি দুই মা এবং তাদের ১০টি ছানাকে নিজেদের আবাসন চত্বরে নিয়ে আসেন। কিন্তু, তাতে বিপত্তি বাধে। আবাসনের অন্য আবাসিকরা প্রশ্ন তোলেন, কেন তিনি এ ভাবে পথকুকুরদের আবাসনের মধ্যেই আশ্রয় দিচ্ছেন?
শ্রীলেখা জানিয়েছেন, ওই কুকুরছানাদের একটিকে দত্তক নেবেন তিনি।অন্যরাও যাতে তাদের দত্তক নিতে আগ্রহী হন, সে বিষয়ে সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছেন অভিনেত্রী। সোমবার তিনি বলেন, ‘ওরা এখন অনেকটাই সুস্থ। ওদের মধ্যে একটাকে আমি দত্তক নেব। আমার বন্ধুরাও কয়েকটা কুকুরছানা নেবে বলে জানিয়েছে। ওরা তো এখানেই থাকত। আমারই বরং এখানে আবাসন করে ওদের ঘড় কেড়ে নিয়েছি।’