নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় রাস্তার পাশে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে দেয়াল ধসে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রবিবার সকাল ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে এই দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, সকাল ৯টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ১৫ জনকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে সাতজনের মৃত্যু হয়।
ওসি জানান, বিস্ফোরণ কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তবে বিস্ফোরণে বাড়ির পাশে দেয়ার ধসে পড়ে। এতে পথচারীরা হতাহতের শিকার হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানান তিনি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা উদ্ধারকাজ চালাচ্ছে।