ঢাকা অদুরে ধামরাই থানায় বিলকিছবেগম (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের নওগাঁও এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত বিলকিছ বেগম একই ইউনিয়নের ডাউটিয়া দক্ষিনপাড়া এলাকার মৃত আয়নাল হকের মেয়ে। তার দুইটি শিশু সন্তান রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় শাশুড়ির সাথে ঝগড়া হয় বিলকিসের। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এসময় স্থানীয়দের মধ্যস্থতায় তাদের বিবাদের অবসান হলে রাতে ঘুমিয়ে পড়েন তারা।সকালে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন বিলকিস।ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন