অনলাইন ডেস্কঃ
কোলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে প্রায় দেড়শ বছরের পুরনো ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচ উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর আগে ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত স্টেডিয়ামেই থাকবেন প্রধানমন্ত্রী। এরপর তার আবাসস্থল হোটেলে ফিরে যাবেন। তিনি সন্ধ্যায় পুনরায় স্টেডিয়ামে ফিরবেন। প্রধানমন্ত্রী প্রথম দিনের ম্যাচের পর ইডেন গার্ডেন স্টেডিয়ামে বেঙ্গল ক্রিকেট আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি ইডেন গার্ডেন স্টেডিয়ামে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতীয় সময় রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে নেতাজি সুভাষ চন্দ্র বসু আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। ফ্লাইটটি রাত সাড়ে ১১টায় (বাংলাদেশ সময়) ঢাকায় হয়রত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌঁছুবে বলে ধারণা করা হচ্ছে।