আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ায় আগুনে পুড়ে কাজলী (৪৫) নামে এক হিজড়ার মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন।
রোববার ভোর রাতে আশুলিয়ার চিত্রশাইল বরুজের পাড় এলাকায় কাজলীর নিজের তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
কাজলীর শিষ্য পিরিতি হিজড়া জানান, ভোরে তাঁর গুরু মা কাজলীর রুম থেকে ধোঁয়া বের হতে থাকে। পরে জানালা দিয়ে দেখে আগুনে পুরা তাঁর গুরু মায়ের লাশ পড়ে আছে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয় বলে জানান।
এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ রিজাউল হক (দিপু) বলেন, খবর পেয়ে ঘটনারস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, সে আত্নহত্য করেছে।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন