আশুলিয়া প্রতিনিঃ
২৪ শে নভেম্বর ২০১৯ তাজরীন ফ্যাশন অগ্নিকান্ডের ৭ বছর প্রর্তি। এই দিনটি স্বরন করিয়ে দেয় লেলিহান আগুনে পুরে মরা ১১৩ জন গার্মেন্টস শ্রমিক ভাই বোনদের কথা। আজ, সাত বছর হয়ে গেল এখন পর্যন্ত দোষীদের বিচার হয়নি।
অত্যন্ত দুঃখ জনক, সাধারন শ্রমিকরা অধিকার আদায়ের জন্য আন্দোলন করলে দেখেছি মালিক মামলা করলে শ্রমিকদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠাতে সময় লাগেনা।আজ শনিবার ২৩ নভেম্বর দোষিদের বিচার চেয়ে মোমবাতি জালিয়ে নিহতদের আত্তার মাগফিরাদ কামনা করা হয় এবং আহতদের পুর্নোবাসন করার দাবি জানানো হয়। শ্রমিকরা জানতে চায় তাজরীন ও রানা প্লাজার শ্রমিক হত্যার সঠিক বিচার কি হবে?
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন