আশুলিয়া প্রতিনিধিঃ
সাভার আশুলিয়ায় ডা.এনামুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আশুলিয়ায় গাজিরচট এ এম উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সাভার সদর ইউনিয়ন যুব সংঘকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জামগড়া যুব সংঘ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। খেলাটি দেখার জন্য ওই স্কুল মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, স্বর্নিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সানা উল্লাহসহ আরো অনেকে।