অনলাইন ডেস্কঃ
- বাংলাদেশকে সুখবর এনে দিলেন মাবিয়া আক্তার। ভারোত্তলনে ৭৬ কেজি ওজন শ্রেণির ইভেন্টে সোনা জেতেন এ ক্রীড়াবিদ। এর আগে ২০১৬ এসএ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণির ইভেন্টে সোনা জিতেছিলেন মাবিয়া। এবার এসএ গেমসে এ নিয়ে ৫টি সোনা জিতল বাংলাদেশ।শ্রীলঙ্কার বি সি প্রিয়ন্তিকে হারিয়ে সোনা জেতেন মাবিয়া। কাল এসএ গেমসে দিনটা ভালো যায়নি বাংলাদেশের। আজ সাফল্য দিয়েই শুরু করলেন মাবিয়া। স্ন্যাচে ৮০ কেজি ওজন তোলেন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১০৫ কেজি ওজন। এসএ গেমসে এখন পর্যন্ত ৫টি সোনা জয়ের পাশাপাশি ১৮টি রুপা ও ৫৪টি ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ। এ পর্যন্ত বাংলাদেশের পদকসংখ্যা ৭৬।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন