অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাত্র দুটি ম্যাচ খেলার জন্য আসছেন ক্রিস গেইল। উইন্ডিজের এ তারকা ক্রিকেটারকে দুই ম্যাচের জন্য নিয়ে আসছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পরিচালক জালাল ইউনুস বলেন, বিপিএলের শেষ দিকে মাত্র দুটি ম্যাচ খেলার জন্য গেইল আসবে। তাকে দুই ম্যাচের বেশি পাওয়া যাবে না।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস বলেন, এটা আমাদের জন্য চিন্তার বিষয়। তবে যারা থাকবে তাদের নিয়ে আমরা আশাবাদি।
বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যারা খেলবেন- মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ ও জুনায়েদ সিদ্দিকি।
বিদেশি ক্রিকেটার: ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিস্কা ফার্নান্দো, রায়াদ এমরিত, রায়ার্ন বার্ল ও ইমাদ ওয়াসিম।