মানবাধিকার রক্ষায় কাজ করতে হবে : ঈসা

নিউজ ডেস্কঃ

মানবাধিকারের ঘোষণাপত্র অনুযায়ী প্রত্যেক মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

মানবাধিকারের ঘোষণার বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে জাতিসংঘ এ বছর সমতা, ন্যায় ও মানব মর্যাদার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তা বাস্তবায়নে সচেষ্ট হতে হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) চাদপুর রোটারী ক্লাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি চাঁদপুর জেলা কমিটি আয়োজিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী দেখলে, যুদ্ধাক্রান্ত বিভিন্ন দেশে মারাত্মক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এক সিরিয়ার যুদ্ধেই কয়েক বছরে নিহতের সংখ্যা পাঁচ লাখ। আজ রোহিঙ্গারা নিজ দেশেই পরবাসী। জীবন বাঁচাতে তাদের বিপুল অধিকাংশের আশ্রয় এখন আমাদের দেশে। ফিলিস্তিনে মানুষ মারা যাচ্ছে, ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করছে প্রতিনিয়ত। ইয়েমেনে হামলায় বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বাড়ছে। সেখানে অপুষ্টিতে ৮৫ হাজার শিশুর মৃত্যু হবে- এ আশঙ্কা সেভ দ্য চিলড্রেনের।

সংগঠনের চাদপুর জেলা সভাপতি এডভোকেট মো. জাহাঙ্গির হোসেন ফরাজীর সভাপেত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন  জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. শাহাদাত হোসেন, বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম সেকুল, এড. জহিরুল ইসলাম, এড. খোরশেদ আলম শাওন, এড. মোহাম্মদ আলী হোসেন মজুমদার, এড. প্রভাষ চন্দ্র সাহা, এড. বিশ্বজিৎ কর রানা, এড. আল আমিন হোসেন উজ্জল, এড. মজিবুর রহমান খান, এড. কামরুল ইসলাম, এড. মো. আনোয়ার হোসেন, এড. ছরওয়ারুল আলম, এড. রোকেয়া বেগম, এড. সালমা আক্তার, এড. শিয়াবুল আলম শিবলী, এড. মো. মোস্তফা কামাল, রোটা. শাহীন আকতার, শামসুল আলম সরদার, হাজী মিজানুর রহমান, কাজী সাইফুল্লাহ, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন মিলন, যুগ্ম সম্পাদক সুমন সরকার জয় প্রমুখ।

যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের আহ্বান ডা. শফিকুর রহমানের

পতিত স্বৈরাচারের দেশি-বিদেশি দোসররা আবারও দেশকে নানা কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x