মিজানুর রহমান :
আজকে সোমবার বেলা ২ টার দিকে সিংগাইর উপজেলা সেচ্ছাসেবকলীগের আয়োজনে নির্মল রঞ্জন গুহ ও আফজালুর রহমান বাবুর আগমণ উপলক্ষে আয়োজিত পথসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় এই দুই নেতা উপরোক্ত বক্তব্য রাখেন।
সিংগাইর উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান ও সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: রবিউল আলম উজ্জলের সঞ্জালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শহিদুর রহমান শহিদ। শহিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালি করতে মানিকগঞ্জ-২ আসেনর এমপি মমতাজ বেগমের হাতকে শক্তিশালি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কেন্দ্রীয় দুই নেতাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর পর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক ভিপি ফারুক হোসেন মিরু, যুবলীগের সাধারণ সম্পাদক রমিজউদ্দিন, সেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন লিটন, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারি প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস্ চেয়ারম্যান আনোয়ারা খাতুন, ইউপি চেয়ারম্যান রমজান আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহা, সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল, সিংগাইর সরকারি কলেজের সাবেক জিএস মারুফ হোসেন, মটর শ্রমিকলীগের আহ্বায়ক আকাশ আহমেদ নয়ন, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আরিফ হোসেনসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।