শফিকুল ইসলাম:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগনের ভাগ্য উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। রবিবার দুপুরে সাভার পৌরসভার মাসিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
সভায় বক্তব্যকালে প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে দেশকে স্বাধীন করে গেছেন। এদিকে, কয়েক দিন ধরে হিমেল বাতাস ও কুয়াশার কারণে শীত জেঁকে বসেছে।
গত রবিবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ায় ঠাণ্ডাও প্রচণ্ড বেড়েছে। এতে করে শীতবস্ত্রের অভাবে কাহিল হয়ে পড়েছেন দুস্থ ও অসহায় মানুষ গুলো।তাই প্রতিমন্ত্রী সাভার পৌরসভা প্রাঙ্গনে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। ইতিমধ্যে দুস্থ ও অসহায় মানুষের জন্য সরকারিভাবে ৩০ লাখ কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া শিশুদের জন্য ৪০ লাখ টাকার গরম কাপড় বরাদ্দ দেওয়া হয়েছে।
মাসিক সাধারণ সভায় সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণিসহ ন্থানীয় আ.লীগের আরও অনেকে নেতাকর্মী উপস্থিত ছিলেন।