আব্দুল সালাম শাহীন:
সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় সমাজ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২ জানুয়ারী সকাল ১১টায় শেরপুর সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলা চত্ত¡র হতে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-ধুনট-৫ নির্বাচনীয় এলকার মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। উপজেলা সমাজ সেবা অফিসার ওবাইদুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, মহিলা ভাইচ চেয়ারম্যান খাদিজা খাতুন, উপজেলা আ:লীগের সহ সভাপতি সাইফুল বারী ডাবলু, শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারী প্রোগ্রামার মাহবুবুর রহমান, পিআইও মমিনুল ইসলাম, শেরপুর অটিজম ও প্রতিবন্ধি বিদ্যালয়ের সভাপতি ও এমপির পিএস কোরবান আলী মিলন প্রমুখ।