নিজস্ব প্রতিবেদকঃ
আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়া (সাধু মার্কেট সংলগ্নে )যুব সমাজের উদ্যোগ ১ম বাষিকী তাফসীরুল কুরআন মাফিল অনুষ্ঠিত হয়েছে । রোজ বুধবার ৮ (জানুয়ারী ) রাতে তাফসীরুল কুরআন মাফিল অনুষ্ঠান হয়।
উক্ত মাফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, হযরত মাও: মুফ্তী আমির হামজা (কুষ্টিয়া) ২য় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,হযরত মাও: আসলাম উদ্দীন কুষ্টিয়া।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,হযরত মাওঃ মুফ্তী নজরুল ইসলাম, হযরত মাওঃ মুফতী নাসীর উদ্দীন,হযরত মাওঃ ক্বারী নিজামুল ইসলাম নিজামী,হযরত মাওঃ মুফতী রবিউল করিম ফরদী, হযরত মাওঃ মুফতী আল-আমিন,হযরত মাওঃ মুফতী মনিরুজ্জামান (মনির)
উক্ত তাফসীরুল কুরআন মাফিলের সভাপতিত্ব করেন হাজী মোঃ আবু সাদেক ভুইয়া মেম্বার ৬নং ওয়ার্ড ধামসোনা ইউনিয়ন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবক লীগের সংগ্রামী সফল সংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জ
সঞ্চালনায় ছিলেন মোঃ চাঁনমিয়া ও হাফেজ মাওঃ মুস্তাফিজুর রহমান,
সার্বিক সহযোগিতায় ছিলেন, ইলিয়াস শেখ,আয়নাল ,সুলতান ,খোকন মোল্লা,মোবারক হোসেন,,জাহাঈীর মোল্লা,আঃ আজিজ,আজগর মোল্লা,রাজু মিয়া, রুবেল,মুন্ন,সোহেল রানা, হানিফ,কেরামত আলী, ফারুক,ইকবাল,রাশেদ,মামুন,বাইজিদ,ও মুফাজ্জল হোসেন।