অনলাইন ডেস্ক:
সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলামের ভোটে মাঠে নৌকার প্রচারণায় নেমেছেন তারকারা। লিফলেট হাতে ভোটারদের কাছে ভোট চাইছেন সাবেক প্রতিমন্ত্রী ও অভিনেত্রী তারানা হালিম, চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী বাঁধন । বুধবার রাজধানীর ফার্মগেট এলাকা ঘুরে লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে ভোট চান অভিনেতা-অভিনেত্রীরা ।বেলা ১১টার দিকে ফার্মগেট হলিক্রস স্কুলের সামনে গিয়ে অভিভাবকদের কাছে ভোট চান তারানা হালিম এবং ফার্মগেট আল-রাজি হাসপাতালের সামনে থেকে প্রচার শুরুর আগে আতিকের জন্য ভোট চেয়ে বক্তব্য দেন চিত্রনায়ক রিয়াজ ।এসময় তারকারা বলেন, আমরা আজকে আপনাদের কাছে একটা ভোট চাইতে এসেছি। আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, ৩০ তারিখ আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দেবেন। আমরা একটি প্রাণের ঢাকা, উন্নয়নের ঢাকা, গতিশীল ঢাকা করতে চাইলে আতিক ভাইয়ের কোনো বিকল্প নাই।