২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র কাউন্সিলে গঠিত নতুন কমিটি দলের প্রতিষ্ঠাতা, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অন্যতম পথিকৃত শফিউল আলম প্রধানের কবওে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছেন।
শনিবার (১৮ জানুয়ারী) বনানী কবরস্থানে জাগপা নেতৃবৃন্দ শফিউল আলম প্রধানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া কামনা করেন।জাগপা সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, প্রেসিডিয়াম সদস্য খন্দকার আবিদুর রহমান, আ স ম মিসবাহউদ্দিন, রাকিব উদ্দিন চৌধুরী মুন্না, প্রিন্সিপাল কামরুল ইসলাম সোনা, ইয়াহ হিয়া ববী, কেন্দ্রীয় নেতা আওলাদ হোসেন শিল্পি, বেলাল হোসেন, আবু সুফিয়ান, হোসেন মোবারক, সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ।
উল্লেখ্য, ১৭ জানুয়ারী জাগপা’র জাতীয় কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়।আব্দুল মান্নানের মৃত্যুতে জাগপা সভাপতির বগুরা-১ আসনের এমপি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি মুক্তিযোদ্ধা বীর খন্দকার লুৎফর রহমান।
শনিবার (১৮ জানুয়ারী) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।