নারায়নগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় অবস্থিত সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেডের বরখাস্ত করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানিয়েছে জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক গোলাম মোস্তফা ভুইয়া, যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জুর হোসেন ঈসা ও সমন্বয়ক মো. মহসীন ভুইয়া এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃত্রয় বলেন, সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেডের শ্রমিকদের বেআইনিভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা হয়ে মিথ্যা ও বানোয়াট মামলা। যা দু:খজনক। মালিকরা ভুলে যান শ্রমিকরা দরিদ্র, বেঁচে থাকার তাগিদেই তারা কাজ করে। তাদের বিনা কারণে সাময়িক বরখাস্ত করা কোনোভাবেই কাম্য হতে পারে না।
তারা বলেন, অবিলম্বে শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এ ছাড়াও শ্রমিকদের ওপর সকল ধরনের নির্যাতন ও হয়রানি বন্ধ করতে হবে।
আমাদের খবর / নিউজ ডেস্ক