বৃষ্টি ও শীত উপেক্ষা করে একই মঞ্চে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পরিবারের সদস্যরা। বুধবার দুপুর ১২টার দিকে মহাখালীর শেখ ফজলে রাব্বী পার্কের সামনে থেকে নৌকার প্রার্থী আতিকের পরিবারের সদস্যরা একই সঙ্গে একই মঞ্চে উপস্থিত হয়ে চাইছেন ভোট। ভোটার থেকে ভোট চাইলেও সবার থেকে পরিবারের সদস্য আতিককে জেতাতে চেয়েছেন দোয়া ও সহযোগিতা।
পরিবারের সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত পথসভায় আতিক বলেন, আমি মেয়রের অনুশীলন করে এসেছি। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সুস্থ, সচল, আধুনিক ঢাকা গড়বো ইনশাআল্লাহ। নৌকায় ভোট দিলে আমরা একটি সুন্দর ঢাকা গড়তে পারবো নৌকার প্রচারণায় আতিকের সঙ্গে ছিলেন আতিকের স্ত্রী শায়লা ইসলাম, মেয়ে বুশরা আফরিন, বড়বোন হালিমা নাহার, আমিনা নাহার ও রহিমা নাহার, বড় ভাই অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাইনুল ইসলাম। আতিকের ভাই ও বোনের সন্তানদের মধ্যে ছিলেন তানভীর সিদ্দিকী, শাকিল মতিন, তাসিন আহমেদ, শ্রাবনী সরকার, সীমা সালমা শহীদ। এছাড়াও অন্যান্য আত্মীয় স্বজনদের মধ্যে ছিলেন তারানুম, নাবিলা মতিন, সাজ্জাদ হোসাঈন প্রমূখ।