নিজস্ব প্রতিবেদকঃ
আনন্দ ঘন মুহুর্তে আশুলিয়া রিপোর্টাার্স ক্লাবের বার্ষিক বনভোজন আয়োজন সম্পন্ন করলেন রিপোটার্স ক্লাবের সুযোগ্য সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক জনাব মোঃ কামাল হোসেন। সদস্যদের মাঝে একটা কালজয়ী বিনোদনে মুখরিত ছিলো গোটা কক্সবাজার।সমুদ্রের তীরে বালুকনা আর সখ্যতা তিপ্তময় সকল সদস্য সহকর্মিদের খুনসুটিতে দ্বীপ্তময় নিরন্তর মুখরিত করেছিলো জাগরনে। ঢেকি সর্গে গেলেও বারাবনে সেই কথার বাস্তব রুপ নিয়ে গণমাধ্যমকর্মী হিসাবে রিপোর্টাার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল আহমেদ মোবারক ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে কখনো সংবাদের ভাষায় কখনো নাট্যকারের ভাষায় কখনো ফেইসবুক লাইভে এসে একাকার করে দিয়েছিলো আনন্দে মাতিয়ে।
ভ্রমণ পথে চলতে চলতে প্রকৃতি পাহাড় আর সমুদ্রের সাথে একাকার হয়ে গিয়েছিলো আশুলিয়া রিপোর্টাার্স ক্লাব। ঢেকি সর্গে যেনো বারাবনের ত্যাৎপর্যতা তুলে ধরতে সভাপতি সাধারণ সম্পাদক সকল সদস্যদের কে নিয়ে তেল পুড়িয়ে ইন্টারনেট ব্যবহার করে আশুলিয়া থানা সহ সারা দেশ ব্যাপিকে দেখার সুযোগ করে দিয়েছেন। এর ফলে পেয়েছেন অসংখ্য ধন্যবাদ সহ শুভকামনা। পেশাদারিত্বের বাহিরের থাকা অসম্ভব একটি অর্থ বহর ভ্রমন ছিলো আশুলিয়া রিপোর্টাার্স ক্লাবের ইতিহাসে একটি বিরল উদাহরন। ভ্রমণটা এমনই ছিলো কখনো পায়ে হেটে কখনো চেয়ার কোর্সে কখনো অটোরিকশায় কখনো বয়িং বিমানে কখনো নৌকায় কখনো ট্রলার যোগে কখনো স্প্রিডবোর্ডে। কখনো কবিতার ছন্দে গানের আনন্দে কখনো নিত্যের তালে কখনো আড্ডার ছলে সব কিছু ছিলো বিনোদনের ছোয়ায়। সংবাদ সহকর্মীদের সাথে 4 দিনের এই ভ্রমনটি ছিলো জীবনের সেরা বিনোদনের মধ্যে একটি অন্যত্বম। যারা ভ্রমন পিয়াশু তারাই বুঝবেন কয়েকটি সব্দের মধ্যে কয়েকটি ত্যাতপর্য তুলে ধরা হয়েছে। জীবনে এই আনন্দ মুখর পরিবেশ যেনো প্রতি বৎসর আশুলিয়া রিপোর্টাস ক্লাব করতে পারে এই আশাবাদ ব্যক্ত করেন উক্ত ক্লাবের সভাপতি মোহঃ শাহ আলম ও সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন। আনন্দ ভ্রমনে না গেলেও আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সহ সভাপতি মোঃ মাইনুল ইসলাম সকল সদস্যদের মাঝে নিজস্ব অর্থায়নে গাড়ি বহরে খাওয়ার ব্যবস্থা করে ক্লাবের জার্সি পরিয়ে শুভ ভ্রমনের শুভ উদ্বোধন করে রিপোর্টাার্স ক্লাব আশুলিয়া থানা ইপিজেড সংলগ্ন থেকে শুভ যাত্রার জন্য বিদায় জানান। বয়সের ভারসাম্ম বজায় রেখে প্রবীন সাংবাদিক আশুলিয়া রিপোর্টাস ক্লাবের বর্তমান সহ সভাপতি মোঃ নুর হোসেন এই সফরেও আনন্দ বিনোদনে বৈচিত্র্য ভূমিকা পালনকরতে সক্ষম হন। থাকা খাওয়া সহ বিভিন্ন বিষয়ের উপরে অত্যান্ত দৃড়তার সহিত সকল সদস্যদের আন্তরিকতার সাথে ভ্রমন করাতে পেরে আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সুযোগ্য সভাপতি ও সাধারন সম্পাদক 2020 সালের ভ্রমনের সকলকের প্রতি ধন্যবাদ গ্যাপন করেন এবং অসুস্থতা সহ বিভিন্ন কারনে যারা এবছর ভ্রমনে যেতে পারেনি তাদের জন্য সভাপতি সাধারণ সম্পাদক সহ ভ্রমনীয় সদস্যরা ভক্তিভরে দোয়া করেন সকলের সুস্থতা কামনা করে আনন্দ ভ্রমনের পরিসাম্তি ঘোষনা করেন।