আন্তর্জাতিক ডেস্ক
মুসলিম সমাজে বিয়েতে স্ত্রীকে দেনমোহর দেওয়া বাধ্যতামূলক। দেনমোহর হিসেবে স্বামীর কাছে যা খুশি তাই চাইতে পারেন হবু স্ত্রী। সাধারণত হবু স্বামীর কাছে সোনা দানার গয়না কিংবা টাকা পয়সা দাবি করে থাকেন হবু স্ত্রী’রা।কিন্তু প্রচলিত প্রথা থেকে বেরিয়ে দেনমোহর হিসেবে স্বামীর কাছে কোরআন, বাইবেল, গীতা, সংবিধান সহ ৮০টি বই চাইলেন হবু স্ত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের ১০০ শতাংশ শিক্ষিত রাজ্য হিসেবে পরিচিত কেরলে। এমন ঘটনা কেরলের বুকে ইতিহাস হয়ে রইল।
জানা গেছে ওই কন্যার নাম আজনা নিজাম। আজনা তাঁর স্বামীর কাছে ৮০টি বই দাবি করেন। ২৯ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়। কিন্তু সেদিন দেখা গেল আজনা ৮০টি বই দাবি করেন, কিন্তু তাঁর স্বামী তাঁকে মোট ১০০টি বই উপহার দিলেন।
আর সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যায় আজনা তাঁর বিছানায় বসে বসে বই পড়ছে আর সামনে অসংখ্য বই। রয়েছে কোরান, বাইবেল, গীতা, সংবিধান আরও কত কী! বাধা ধরা নিয়মের বাইরে গিয়ে আজনার এই দাবি অন্য মেয়েদেরকে পড়াশোনা করার ক্ষেত্রে উদবুদ্ধ করবে।