আজ (সোমবার) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সেবা সম্বন্ধে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হবে। এর আগে গত ২৬ জানুয়ারী প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন