আশুলিয়ায় ছিনতাইয়ের শিকার হয়েছেন আশুলিয়ায় কর্মরত সাংবাদিক লোকমান হোসেন চৌধুরী । এসময় তার কাছে থাকা নগদ টাকাসহ দুটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আশুলিয়া থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এর আগে (১৫ ফেব্রুয়ারি) রাত ২ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় তিনি ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইয়ের শিকার সাংবাদিক লোকমান হোসেন চৌধুরী খোকা দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক লোকমান হোসেন চৌধুরী খোকা ইতালি ফেরত তার চাচাতো ভাই কামাল হোসেন চৌধুরীকে নিয়ে রাতে বাসায় ফিরছিলেন। তাকে নিয়ে রিকশা যোগে বাসায় ফেরার পথে আশুলিয়ার উত্তর গাজিরচটের আনারকলি মোড়ে পৌঁছালে সাদা রংয়ের একটি প্রো-বক্স গাড়ি তাদের গতিরোধ করে। পরে গাড়ি থেকে ৫ জন অজ্ঞাত ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাদের কাছে থাকা ৪৩ হাজার ৫০০ টাকা মুল্যের ২ টি স্যামসাংয়ের স্মার্ট ফোন, ২ টি ক্রেডিট কার্ড ও নগদ ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নিয়ে ওই গাড়িযোগে বাইপাইলের দিকে পালিয়ে যায়।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দিপু বলেন অভিযোগ দায়ের হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। দ্রুতই আসামীদের গ্রেপ্তার করা হবে।