নিজস্ব প্রতিনিধিঃ
আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে আগামী ৭ই মার্চ নির্বাচনে মনোনায়ন প্রত্যাশীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
রবিবার রাত ১০টার দিকে অত্র ক্লাব প্রাঙ্গনে,
তিন সদস্য বিশিষ্ট্য নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মোতালেব হোসেন প্রার্থীদের মনোনায়নপত্র যাচাই বাচাই শেষে চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন ।
এ সময় নির্বাচন কমিশনার মোতালেব হোসেন জানান, সভাপতি পদে ২জন, সিনিয়র সহ-সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ৩জন, যুগ্ন-সাধাঃ সম্পাদক পদে ৩জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন, অর্থ সম্পাদক পদে ২জন, দপ্তর সম্পাদক পদে ২জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২জন, ক্রীড়া সম্পাদক পদে ২জন ও কার্যনির্বাহী সদস্য পদে দুই জন নারীসহ ৬জন সহ মোট ৩০জন প্রার্থীকে ৭২জন ভোটার ১৫টি পদে ভোট দিয়ে নির্বাচিত করবেন ।
উল্লেখ্য আগামী ৭ই মার্চ আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের ২০২০/২১ইং সালের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৭টি পদের জন্য ৩৪ জন প্রার্থী মনোনায়নপত্র জমা দেয় পরে দুজন প্রার্থী তাদের মনোনায়নপত্র প্রত্যাহার করে নেয় এবং কোন প্রতিদন্দী প্রার্থী না থাকায় সহ-সাংগঠনিক সম্পাদক ও সমাজ কল্যান সম্পাদক বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হন।