মিজানুর রহমান
মানিকগঞ্জের সিংগাইরে মধুমতি ব্যাংকের নতুন শাখার উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । আজ সকাল ১১ টার দিকে সিংগাইর উপজেলা চত্তরে প্রধান অতিথি স্বাস্থ ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন এ ব্যাংকের শুভ উদ্ভোধন ঘোষণা করেন ।
মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুমতি ব্যাংকের ভাইস চেয়ারম্যান শেখ সালাউদ্দিন এমপি, নির্বাহী পরিচারক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, মানিকগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম, টাঙ্গাইল ৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু, ব্যাংকের ঝুঁকি ব্যাবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল এবং ব্যাবস্থাপনা পরিচারক আব্দুল মান্নান খাঁন । সিংগাইর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ভিপি শহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আ’লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সম্পাদক আব্দুস সালাম পিপি, সহ সভাপতি আব্দুল মজিদ ফটো, সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইঞ্জি, রবিউল আলম উজ্জল, আ’লীগের সম্পাদক আব্দুল মাজেদ খান, যুগ্ম সম্পাদক ছায়েদুল ইসলাম, যুবলীগ সভাপতি তমিজউদ্দিন, সম্পাদক রমিজউদ্দিন, ছাত্রলীগ সভাপতি সাহিনুর রহমান, সম্পাদক ফারুক হোসেন মিরু, সেচ্ছাসেবকলীগ সভাপতি উবায়েদুর রহমান, মটর শ্রমিকলীগের আহবায়ক আকাশ আহমেদ নয়ন প্রমুখ ।