আশুলিয়ায় একটি শ্রমিক কলোনীর অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।বুধবার রাত ১০ টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচট বুড়ির বাজার এলাকার তারা মেম্বারের মালিকানাধীন বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কি পরিমাণ ক্ষয় ক্ষতির হয়েছে তা জানা যায়নি। তবে আনুমানিক ৫-৬টি রুম পুরে গেছে।তিনি আরো বলেন, কি কারণে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যতিক শার্টসার্কিট থেকে সূত্রপাত হতে পারে।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন