আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ায় জমি জবরদখল ও জমির মালিকদের ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগে এক জামায়াত নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন নিপীড়িত এলাকাবাসী।শুক্রবার দুপুরে আশুলিয়ার কুঁরগাও-নবীনগর শাখা সড়কে এ মানববন্ধন করেন এলাকার ভুক্তভোগী ও সাধারণ মানুষ। এ মানববন্ধনে এলাকার প্রায় ২ শতাধিক মানুষ অংশ গ্রহণ করে।মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা বলেন, বিএনপি-জামায়াত সরকার আমলে কুঁরগাও এলাকার চিহ্নিত জামায়াত নেতা ও ভ’মি দস্যূ হাবিবুর রহমান সাধারণ মানুষদের উপরে নানা ভাবে অত্যাচার চালাতো। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় নাশকতা ও জবরদখলের অভিযোগে পৃথক মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তারপরও দীর্ঘদিন যাবৎ হাবিব ও তার দলবল মিলে এলাকায় অসহায় মানুষের জমি জবরদখল করে ভোগ করছে। কেউ প্রতিবাদ করলে হাবিব তাকে হুমকি প্রদানসহ নানা ভাবে হয়রানি করে আসছে বলে অভিযোগ তারা। তাই জামায়াত নেতা হাবিবকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলেও দাবি জানান তারা।শিরিন আক্তার নামে কুঁরগাও এলাকার বাসিন্দা হতদরিদ্র এক নারী বলেন, সারা জীবনের কঠিন পরিশ্রমের উপার্জনের টাকা দিয়ে অনেক আগে কুঁরগাও এলাকায় ১৩ শতাংশ জমি ক্রয় করেন তিনি। কিন্তু এরপর ওই জায়গা অবৈধ ভাবে দখল করে নেয় হাবিব ও তার সঙ্গীয় মোজাম্মেল। এমতাবস্থায় অনেক জায়গায় ঘুরে কোন সমাধান না পেয়ে এখন অসহায় দিনযাপন করছেন। তবে জামায়াত নেতা হয়ে কিভাবে হাবিব এসব অপকর্ম চালাচ্ছে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করারও অনুরোধ করেন তিনি।