আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে তানিয়া (১৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে নতুন বাইপাইল সাইদুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। তানিয়া জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বোয়ালীকান্দি গ্রামের বক্তার শেখের মেয়ে।তানিয়ার বোন মর্জিনা জানান, তার বোনের সাথে বিয়ের কিছুদিন যেতে না যেতেই শাকিল আরেকটি বিয়ে করে। সেই বউ বাদ দিতে আমার বোনের কাছে টাকা দাবি করতো, টাকা চাওয়া নিয়ে প্রায় তাদের মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকতো।
শাকিল জানান, তার স্ত্রী তানিয়া স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করে আসছিল, শনিবার রাতে তারা দুজনে শশুরের বাসায় গিয়ে খাওয়া-দাওয়া শেষে রাতে বাসায় আসে, তারপর ঘুমুতে অনেক রাত হয়ে যায়, রোববার সকাল ছয়টায় ঘুম থেকে উঠে দেখে তানিয়া গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।