সাভারে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের মধ্য দিয়ে জন্মশত বার্ষিকী উদযাপনে ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক 

 

মুজিব জন্মশত বার্ষিকী নানা আয়োজনে সাভারেও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে র‌্যালী, আলোচনাসভা, কেক কাটা ও বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রবেশদ্বারে আলোকসজ্জা করা হয়।
দিনের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২০ উপলক্ষে সাভার সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় সাভার সেনানিবাসের এরিয়া কমান্ডার, নবম পদাতিক ডিভিশন এর জিওসি মেজর জেনারেল মোঃ সাইফুল আবেদীন, বিএসপি, এসজিপি, এনডিসি, পিএসসি এর উপস্থিতিতে বর্ণাঢ্য র‌্যালী ও রোডমার্চ অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে সাভার সেনানিবাসে কর্মরত সকল কর্মকর্তা, জেসিও, সৈনিকবৃন্দ ও অসামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রে (বিপিএটিসি) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জনপ্রশাসনের সাহসী ভূমিকার বিকল্প নেই, তাঁর জীবনই হতে পারে সেই সাহস লাভের উৎস, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন বিপিএটিসির রেক্টর মো. রকিব হোসেন এনডিসি।
রেক্টর মো. রকিব হোসেন তাঁর বক্তব্যে আরও বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হবে এমন স্থান যেখানে জনগণই হবেন মূখ্য, অন্য কিছু নয়। আর সে স্বপ্নের বাস্তবায়নে জনপ্রশাসনে নিয়োজিত সকলের উদ্যোগী হবার বিকল্প নেই।
এর আগে সোমবার দিবাগত রাত ১২ টা এক মিনিটে সাভার উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল উদ্বোধন এবং তাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। এছাড়া মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে জন্মশত বার্ষিকী উপলক্ষে সাভার মডেল থানায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কাটেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এসময় থানা চত্বরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা ও করোনা ভাইরাস থেকে দেশকে রক্ষার জন্য দোয়া প্রার্থনা করা হয়। অন্যদিকে মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলাবার সকালে আশুলিয়া থানা ভবন থেকে বাইপাইল বাসস্ট্যান্ড পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি বের করে আশুলিয়া থানা পুলিশ।
এছাড়া দিবসটি পালনের জন্য সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে মুজিব কর্ণার উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তোলা বঙ্গবন্ধুর ছবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের উপর লেখা বই নিয়ে সাজানো হয় গণ বিশ্ববিদ্যালয়ের মুজিব কর্ণারটি।

বগুড়ায় আদালত চত্বরে হিরো আলমকে মারধর, কান ধরে ওঠবস

বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হয়েছেন। এ সময় তাকে কান...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x