শেরপুরপ্রতিনিধি
শেরপুর উপজেলা পরিষদের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ১৭ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ সময় শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মজিবর রহমান মজনু, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহামান, সহকারী কমিশানর ভূমি জামশেদ আলাম রানা, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদের, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলেখা খানম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সি সাইফুল বারি ডাবলু, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, ভেটেরিনারী সার্জন ডা. মোহাম্মাদ রায়হান পিএএ, পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মকবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর পাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরফিুর রহমান শুভ প্রমূখ উপস্থিত ছিলেন।