শ্রমিকদের বেতন দেব কীভাবে বুঝতে পারছি না

অনলাইন ডেস্ক

 

করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য নিয়ে আতঙ্কে থাকার কথা জানিয়েছেন বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএ সভাপতিমোহাম্মদ আলী খোকন। তিনি বলেছেন, সারা বিশ্বে রপ্তানি বন্ধ।  ক্রেতারা আক্রান্ত। তারা অর্ডার বাতিল করছেন। শিল্প চলবে কীভাবে? শ্রমিকদের বেতন কীভাবে দেব, বুঝতে পারছি না।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মোহাম্মদ আলী খোকন। তিনি বলেন, একের পর এক পোশাকশিল্পের রপ্তানি আদেশ বাতিল হচ্ছে, অথবা স্থগিত করা হচ্ছে। শিল্প-কারখানার উৎপাদন বন্ধ রাখতে বলছেন ক্রেতারা। এখন শ্রমিকদের বেকার বসিয়ে রাখছি। করোনাভাইরাসের প্রভাব নিচের দিকে পড়তে শুরু করেছে। দেশের অর্থনীতি কতটা সামাল দেওয়া যাবে, এটাই এখন মূল বিষয়।

 

মোহাম্মদ আলী খোকন বলেন, আমরা উদ্বিগ্ন। শিল্পের উৎপাদনে ক্ষতি হবে। এখন সরকারের উচিত হবে আপদকালীন জরুরি তহবিল গঠন করা। শিল্প-কারখানাগুলো যেন বন্ধ না হয়, সেজন্য সরকারের সজাগ থাকতে হবে। জুন পর্যন্ত ব্যাংক সুবিধা দিয়ে কিছুই হবে না। কারণ, দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে ঝুঁকিতে পড়েছে ব্যবসা-বাণিজ্য। শিল্প-কারখানায় বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে। পোশাকশিল্পের ওভেন খাতে করোনাভাইরাসের প্রভাবে নেতিবাচক প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। এ খাতের ৬০ শতাংশ কাঁচামালই আসে চীন থেকে। করোনা প্রভাব আরও চলতে থাকলে এ খাতে উৎপাদন কমে যাবে। ক্ষতির পরিমাণ হবে বেশি। আর নিট পোশাক খাতের ১৫ থেকে ২০ শতাংশ কাঁচামাল চীন থেকে আমদানি হয়। জানি না সামনে কেমন দিন অপেক্ষা করছে।

 

যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের আহ্বান ডা. শফিকুর রহমানের

পতিত স্বৈরাচারের দেশি-বিদেশি দোসররা আবারও দেশকে নানা কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x