শেরপুর(বগুড়া)প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ঘোগা বটতলা ও মহিপুর জামতলা এলাকায় ২৫ মার্চ বুধবার বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১০ জন। আহতদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমানে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন জানান, ২৫ মার্চ বেলা ১১ টার দিকে ঢাকাগামি লাববাইক পরিবহন (ঢাকা মেট্টো ব ১৫-৬৮৮৯) ও বগুড়াগামি লবন বোঝাই ট্রাক (ঢাকা মেট্টো ট ১৩-১৬৬৮) ঢাকা বগুড়া মহসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
অপরদিকে ভোর সাড়ে ৫টায় শেরপুর উপজেলার মহিপুর জামতলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃদুল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। নিহত ব্যাক্তি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার চাঁচরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।