নিজস্ব প্রতিবেদক:
কালবৈশাখীর প্রথম ঝড়ে দিনাজপুরের পার্বতীপুরে গাছের ডাল মাথায় পড়ে ইতি রানী (৩০) নামে এক স্বাস্থ্যকর্মীর (সিএইচসিপি) মৃত্যু হয়েছে। ১৫ এপ্রিল বুধবার পার্বতীপুর উপজেলার চান্দোয়া পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে বিকাল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।নিহত ইতি রানী পার্বতীপুর উপজেলার খামারপাড়া এলাকার সিএইচসিপি মৃনাল কান্তির স্ত্রী। একটি ৪ বছর বয়সী সন্তান আছে তার
সরজমিনে গিয়ে প্রমাণ মিলে, সকালে ইতি রানী দূর্গাপুর খামারপাড়া গ্রামের বাড়ি থেকে রিকশাযোগে কর্মস্থল পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথিমধ্যে কালবৈশাখী ও ঝড়-বৃষ্টি শুরু হয়। রিকশাটি পার্বতীপুর চান্দোয়া পাড়া মোড়ে পৌঁছলে একটি গাছের ডাল ভেঙে মাথায় পড়ে। এতে আহত হন তিনি।
আহত অবস্থায় তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পার্বতীপুর থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।