রাকিবুল হাসান:
করোনাভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারন করার পর সকল দেশ লকডাউন পালন করছে। এবং কাউকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছেনা। এই সময় ঢাকার, সাভারের ভাদাইলে সকল মানুষ তাদের অবসর সময় কাটানোর জন্য নিজ নিজ বাড়ির ছাদ থেকে ঘূড়ি উড়াচ্ছে।
ছোট বড় সকলেই একসাথে মেতে উঠেছে ঘূড়ি উড়ানোর এক মজার খেলায়। বিভিন্ন রঙ্গের ঘূড়ি, বিভিন্ন আকারের ঘূড়ি দেখাযাচ্ছে আকাঁশে। ঠিক বিকেল হলেই ভাদাইলের আকাঁশে একে একে উড়তে দেখা যায় বিভিন্ন রঙ্গের ঘূড়ি।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন