ফিফা রেফারির ঐতিহাসিক জার্সি নিলামে

অনলাইন সংস্করণ:

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিজের একটি ঐতিহাসিক জার্সি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান। ২০১৩ সালে কাঠমান্ডু সাফ ফুটবলের ফাইনাল পরিচালনা করা ম্যাচের জার্সি নিলামে তোলেন তিনি। আর সেই জার্সি দুই লাখ টাকায় কেনার আগ্রহ দেখিয়েছেন সাতক্ষীরার এক তরুণ ব্যবসায়ী।সাতক্ষীরার কৃতী সন্তান তৈয়ব হাসান আন্তর্জাতিক রেফারি ছিলেন ১৯৯৯-২০১৬ সাল পর্যন্ত। দীর্ঘ ১৮ বছরে শতাধিক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন তিনি। বাংলাদেশে কোনো রেফারি হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার রেকর্ড এটি।

টানা ১০ বছর এএফসির এলিট প্যানেলে ছিলেন। এশিয়ার সেরা ২৫ রেফারির তালিকায় ছিলেন। বিশ্বকাপ বাছাই, অলিম্পিক বাছাই, এএফসি চ্যাম্পিয়নস লিগ, এএফসি কাপ, দুটি এশিয়ান গেমস, এএফসি বিভিন্ন টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড, সাফ, সাফ গেমসসহ অনেক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তাঁর।এ ব্যাপারে তৈয়ব হাসান বলেন, ‘আমি হয়তো কোনো ক্রীড়াবিদ নই। নামীদামিও কেউ নই। কিন্তু তারপর ভেবেছি, এ সময়ে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছু করা উচিত। আমার সামান্য আর্থিক অনুদানে যদি একজন মানুষও উপকৃত হয়, সেটিই হবে আমার সার্থকতা। তাই সাফ ফুটবলের ফাইনাল ম্যাচের জার্সিটি নিলামে তোলার ঘোষণা দিয়েছি। সেটা থেকে প্রাপ্ত সব অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের দেব।’

জার্সিটি নিলামে বিক্রির ঘোষণা দেওয়ার পর কেনার আগ্রহ প্রকাশ করেন সাতক্ষীরার ব্যবসায়ী ডা. আবুল কালাম বাবলার ছেলে তোফান কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরুণ ব্যবসায়ী শেখ তানজীম কালাম তমাল।জার্সি কিনে তরুণ এই ব্যবসায়ী বলেন, ‘জার্সি বিক্রির যাবতীয় টাকা করোনা আক্রান্ত বা ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করার ঘোষণা দিয়েছেন তৈয়ব হাসান। আমি তাঁর এ মহৎ কাজে সাড়া দিয়ে দুই লাখ টাকায় জার্সিটি কিনতে আগ্রহ দেখিয়েছি।’

 

যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের আহ্বান ডা. শফিকুর রহমানের

পতিত স্বৈরাচারের দেশি-বিদেশি দোসররা আবারও দেশকে নানা কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x