মিজানুর রহমান
মানিকগঞ্জের সিংগাইরের কৃতি সন্তান আবুল কালাম আজাদ সাভারে লকডাউনে আটকে থাকা কর্মহীন অভাবগ্রস্থদের পাশে থেকে গড়েছেন অনন্য কীর্তি । সাভার পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে ঘুরে ঘুরে অভাবগ্রস্থদের খুজে বের করে বাড়ি বাড়ি গিয়ে করেছেন খাদ্য সামগ্রী ও নগদ টাকা দিয়ে সহযোগীতা । বিভিন্ন এলাকা হতে আসা দরিদ্র জনগোষ্ঠীর পাশাপাশি আজাদ তার নিজ গ্রাম পাশেই সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের কয়েক শতাধিক করোনার প্রভাবে লকডাউনে আটকে থাকা কর্মহীনদের খুজে বের করে খাদ্য ও নগদ টাকা দিয়ে করেছেন সহযোগীতা । এতেই তিনি গড়েছেন অনন্য কীর্তি ।
মানব সভ্যতার এ মহা দুর্যোগে অভাবগ্রস্থদের সহযোগীতা করে তিনি পেয়েছেন অকৃত্রিম ভালবাসা ও দোয়া-আশির্বাদ । সেই সঙ্গে বাড়িয়েছেন নিজ জন্মভূমির মান-মর্যাদা ও খ্যাতি । নিজ গ্রামের মানুষের প্রতি রয়েছে তার অকৃত্তিম ভালবাসা সঙ্গে অভিমান ও অনুরাগ । এ অভিমান ও অনুরাগের পেছনে রয়েছে যন্ত্রনাদায়ক ও হৃদয় বিদারক বহু স্মৃতি । বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এ মহান নেতা ছিলেন তৎকালিন সময়ে ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র ।
১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে পুরো ইউনিয়নে বঙ্গবন্ধুর আ’লীগের নাম মুখে নেয়ার মত যে কজন বীর ছিলেন আবুল কালাম আজাদ ছিলেন তাদের মধ্যে অন্যতম । বিএনপি সমর্থনকারী পুঁজিবাদী ও স্বার্থবাদীরা তার উপর চালায় নির্ম অত্যাচার ।
এক সময় হত্যা করার কু মতলব এটে তাকে মেরে রক্তাক্ত করে ফেলে দেয়া হয় বংশী নদীর তীরে । কিন্তু রাখে যদি আল্লায় তবে কে মারতে পারে ? অতপর তিনি গোপনে বাধ্য হয়ে পাড়ি জমান বংশী নদী পাড় হয়ে সাভারে ।
সেখানেও তিনি বঙ্গবন্ধুর আদর্শ খর্ব না করে জড়ান আ’লীগের রাজনীতিতে । পরে গোপনে এলাকার সাহসী যুবকদের ডেকে ডেকে নিজ এলাকায় গোপনে যাতায়াত করে আ’লীগের ভীত্তি মজবুত করেন ।
বর্তমানে তিনি সাভার পৌর আ’লীগের ৪ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন অত্যন্ত ন্যায় ও নিষ্ঠার সাথে । আবুল কালাম আজাদ এ প্রতিবেককে পেছনের কষ্টদায়ক স্মৃতির গল্প শোনাতে মুঠোফোনে কান্না করে বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিকে ভালবেসে বুকে লালন করছি ।
ভবিষ্যতে দরিদ্রদের পাশে থাকবো ইনশাহ আল্লাহ্ । তিনি আরো বলেন, আশা আছে নিজ এলাকা ধল্লায় গিয়ে ফের রাজনীতি করবো । অনুন্নত জনপদ ও সুবিধাহীন মানুষের পাশে থেকে জনগনের প্রতিনিধিত্ব করতে চাই । সবার দোয়া ও সহযোগীতা এবং আশির্বাদ পেলে ইনশাহ আল্লাহ্ আমি পারবো ।