অনলাইন ডেস্কঃ
করোনা ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় কমিশনেরাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরকারি কর্ম র (পিএসসি) সুপারিশ পাওয়া দুই হাজার চিকিৎসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৪ মে এ প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৩০ এপ্রিল এসব চিকিৎসককে সহকারী সার্জন পদে নিয়োগ সুপারিশ করেছিল পিএসসি।
৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদ স্বল্পতায় ক্যাডার পদ না পাওয়াদের মধ্য থেকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে দুই হাজার জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হল। প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের তালিকা রয়েছে।
জানা গেছে, ৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন, এমন ৮ হাজার ১০৭ জন প্রার্থীর মধ্য থেকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে নিয়োগের জন্য ২ হাজার জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ দেয়া হল। ৩৯তম বিসিএস থেকে এর আগে ৪ হাজার ৭২১ জন চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়েছিল।
করোনা সংক্রমণের মধ্যে সরকারি চিকিৎসক সংকটের কারণে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত চিকিৎসক নিয়োগের ব্যবস্থার নির্দেশ দিয়েছিলেন। করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও জানিয়েছিলেন সংকট মেটাতে ২ হাজার চিকিৎসক ও আট হাজার নার্স নিয়োগ দেয়া হবে।
গত ২১ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভাতেও চিকিৎসক ও নার্স নিয়োগের বিষয়টি উঠে আসে। ওই সভায় কর্মকর্তারা মোবাইল চিকিৎসক টিম গঠনের জন্য প্রয়োজনে নতুন চিকিৎসক নিয়োগ করার উপর জোর দেন। এজন্য পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ কিন্তু পদের অভাবে চাকরি পাননি এমন প্রার্থীদের দ্রুত নিয়োগের পরামর্শ দেন। সেপ্রেক্ষিতে ২ হাজার চিকিৎসককে নিয়োগ সুপারিশ করে পিএসসি।