টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় চার কর্মকর্তাসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে। এ সময় ডাকাতদের আস্তানা থেকে দেশি-বিদেশি ১৮টি অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙিখালী গহিন পাহাড়ে ডাকাতের আস্তানায় এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদ পেয়ে আজ ভোররাতে রঙিখালী পাহাড়ে ডাকাতের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতদলের সদস্য পালিয়ে যেতে যেতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চার কর্মকর্তাসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়। পুলিশও পাল্টা গুলি করলে ঘটনাস্থলে তিন ডাকাত নিহত হয়। এ সময় ওই ডাকাত গ্রুপের আস্তানা থেকে দেশি-বিদেশি ১৮টি অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
আহত পুলিশ সদস্যদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত তিন ডাকাতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।