সাভারে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে সাভারে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৩ জনে। নতুন আক্রান্তদের মধ্যে সাভার থানা রোডের বেসরকারি প্রাইম হাসপাতালের এক চিকিৎসক ও দুই কর্মকর্তা এবং রাজধানীর এলিফ্যান্ট রোডের বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তাঁর দুই শিশুপুত্র রয়েছে।সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস শনাক্তকরণের জন্য গতকাল শুক্রবার ১৭ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়েছিল। পরীক্ষা করে আজ শনিবার আটজনের করোনা ‘পজিটিভ’ প্রতিবেদন পাওয়া যায়।করোনায় আক্রান্ত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, এক সপ্তাহ ধরে তাঁর প্রচণ্ড জ্বরে ছিল। জ্বর কমলেও এর সঙ্গে যুক্ত হয়েছে শ্বাসকষ্ট ও কাশি। তবে তাঁর দুই ছেলের কোনো উপসর্গ নেই।সাভারে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে সাভারে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৩ জনে।নতুন আক্রান্তদের মধ্যে সাভার থানা রোডের বেসরকারি প্রাইম হাসপাতালের এক চিকিৎসক ও দুই কর্মকর্তা এবং রাজধানীর এলিফ্যান্ট রোডের বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তাঁর দুই শিশুপুত্র রয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস শনাক্তকরণের জন্য গতকাল শুক্রবার ১৭ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়েছিল। পরীক্ষা করে আজ শনিবার আটজনের করোনা ‘পজিটিভ’ প্রতিবেদন পাওয়া যায়।করোনায় আক্রান্ত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, এক সপ্তাহ ধরে তাঁর প্রচণ্ড জ্বরে ছিল। জ্বর কমলেও এর সঙ্গে যুক্ত হয়েছে শ্বাসকষ্ট ও কাশি। তবে তাঁর দুই ছেলের কোনো উপসর্গ নেই।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত বেসরকারি হাসপাতালের এক কর্মকর্তা বলেন, তাদের হাসপাতালের আক্রান্ত চিকিৎসক গত এক মাস ধরে বাসাতেই ছিলেন। তাঁর স্বামীও একজন চিকিৎসক। কিন্তু তিনি আক্রান্ত হননি।সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, সাভারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় মানুষজন সচেতন না হলে সংক্রমণ আরও বাড়বে।