সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান করোনায় আক্রান্ত

সাভার প্রতিনিধি:

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। ইউএনও সহ নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২৯ জন। এ পর্যন্ত সাভার উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩৫৮ জন।

মঙ্গলবার রাতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা এ তথ্য নিশ্চিত করেন।ডাক্তার সায়েমুল হুদা জানান, গেল শনিবার (২৩ মে) সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহ ৮৩ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রানী সম্পদ গবেষনা ইনস্টটিটিউট (বিএলআরআই) এর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।

আজ তার রিপোর্ট আসে। রিপোর্টে ইউএনও পারভেজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারসহ ২৯ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।সায়েমুল হুদা আরও জানান, ইউএনওর করোনার কোন উপসর্গ ছিল না। তবে যেহেতু করোনা পরিস্থিতির মধ্যেও ফ্রন্টলাইনে থেকে তাকে দায়িত্ব পালন করতে হয় তাই তার নমুনা পরীক্ষা করা হয়।

 

সাভারে এখন পর্যন্ত মোট করোনায় আত্রান্ত হয়েছেন ৩৫৮ জন । নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৭১ জনের। মোট সুস্থ হয়েছেন ২৪ জন এবং মৃত্যবরণ করেছেন ৬ জন।

 

দেশকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের, গত ১৫ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT