সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের হ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মা ও ছেলে সহ দুইজন তারা হলেন, উপজেলার হালুকান্দি গ্রামের সেলিনা বেগম (৩৫) ও ছেলে সালমান (৮)।
সবশের্ষ পরীক্ষায় নমুনা নেগেটিভ আসায় মঙ্গলবার (২জুন) সকাল সাড়ে দশটায় কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের ছাড়পত্র ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলার চেয়ারম্যান এস.এম.শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারুক হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে স্বপরিবারে এসেছিলেন সেলিম হোসেন, পরে খবর পেয়ে ৩০ এপ্রিল নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।